Yeh group stock market ke liye hai.. jo bhi stock market Mein invest kar raha hai.. Woh log yeh group join kar sakta hai aur apna experience share kar sakta hai... market ka utaar chadhav hua yaa fir kaun sa... moreIt's a spam free unoffical users group..
Yeh group stock market ke liye hai.. jo bhi stock market Mein invest kar raha hai.. Woh log yeh group join kar sakta hai aur apna experience share kar sakta hai... market ka utaar chadhav hua yaa fir kaun sa stock aacha hai bura hai ... kya ho raha share market mein .. we can discuss it..
Hind ki Sena
আপনারা, যারা ভাবছেন পাকিস্তানকে অ্যাটাক করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তারা অতি মূর্খ৷ ইসলাম যতদিন আছে এই পৃথিবীতে তার অরিজিনাল ফর্মে, ততদিন সমস্যার সমাধান হবে না৷
ইসলাম একটি রাজনৈতিক টুল, ধর্ম নয়৷ এবং তার একমাত্র লক্ষ্য মেরে কেটে, মেয়ে ধ র্ষ ণ করে, জমি দখল করে সমস্ত পৃথিবীকে ইসলামের নিচে নিয়ে আসা৷ কারণ ইসলামে তাতেই চরম পুণ্য৷
ফলে যতদিন ইসলাম থাকবে, ততদিন এ জিনিস বারবার হবে৷ আপনি ভাববেন ডেভেলপমেন্ট করবেন, মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ট্রেন, পাকা সড়ক, জলের ব্যবস্থা করবেন, তাতে টেররিজম থামবে৷ না, থামবে না৷ কারণ ইসলাম এসব চায় না৷ ইসলামের একমাত্র লক্ষ্য কাফেরকে ঘৃণা করা, তাকে বধ করে বা ধর্মান্তরিত করে ইসলাম প্রচার ও প্রসার করা।
ফলে, হয় ইসলামকে বদলাতে হবে, যেমন অন্যান্য ধর্ম বদলেছে সময়ের সাথে, অথবা ইসলামকে শেষ করতে হবে৷ প্রথমটার সম্ভাবনা অতি ক্ষীণ৷ সারা পৃথিবী জুড়ে, ইয়োরোপে, দক্ষিণ এশিয়ায়, অস্ট্রেলিয়া, আমেরিকা, সর্বত্র ইসলাম সাধারণ শান্তিপ্রিয় মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। কেউ কিছু করতে পারে নি৷ কারণ ভদ্রতা দিয়ে, আধুনিক নীতিবোধ দিয়ে ইসলামকে আটকানো সম্ভব নয়৷ ইসলামকে আটকেছে কে জানেন? চীন৷ চীন আর ইসরায়েল৷ এই দুই রাষ্ট্র জানে ইসলামের দাওয়াই কী। তাই তারা আটকেছে ইসলামকে।
আর একজন, খুবই আশ্চর্যজনকভাবে ইসলামকে বদলাতে চলেছে, তা হল সৌদি। সৌদি টেররিজমের ওপর যে নো টলারেন্স নীতি নিয়েছে, তা এখনো অবধি আশাপ্রদ৷ দুদিন আগেই ইসরায়েলকে কেন তারা মারছে না, এই মর্মে কিছু বাংলাদেশী সৌদির প্রিন্সের ছবি বিকৃত করায় রাইট লেফট বাংলাদেশী শ্রমিকদের লাথ মেরে তাড়িয়েছে তারা৷ সৌদি ইসলামের উৎসস্থল, তারা জানে ইসলাম আদতেই কী লেভেলের নোংরা জিনিস! তারা জানে এই মনুষ্যসমাজের জন্য ক্যান্সার হল ইসলাম ইন ইটস কারেন্ট ফর্ম।
ভারত চীন, ইসরায়েল বা সৌদির লিগে জয়েন করবে কিনা, তা ভারতকেই ভাবতে হবে। করলে, যদি বা বাঁচার ক্ষীণ আশা থাকে, না করলে ইয়োরোপের দশা হতে এক দশকও লাগবে না। ইসলামের সামনে কোন সভ্যতা টেঁকে নি, টিঁকবে না, কারণ ইসলাম সভ্য নয়৷ তরোয়ালের সামনে আর্গুমেন্ট টেঁকে না৷ কালাশনিকভের সামনে ভদ্রতার কানাকড়ি দাম নেই৷ ইসলামের সামনেও সভ্যতা, ভদ্রতা, মানবিকতার কোন দাম নেই। তাকে রাজার হালে রাখলেও সে আপনাকে মারবে, কারণ আপনাকে মারাটাই তার মোক্ষ পাওয়ার উপায়।
এইটা যদি ভারত সরকার বোঝে তো ভালো। না বুঝলে দেশের মধ্যে পরের পর মুর্শিদাবাদ আর কাশ্মীর হতেই থাকবে। আমি আপনি, কাফের বিধায় গুলি আর চাপাতি খাবো৷ আমাদের মন্দির ভাঙবে। মেয়েদের তুলে নিয়ে যাওয়া হবে। আপনি মানে আপনিও, সুশীল সেকুমাকু। কাশ্মীরে যেমন প্যান্ট খুলে গুলি করার আগে কারোকে জিজ্ঞেস করে নি যে সে সেক্যুলার সর্বধর্মপ্রেমী কিনা, আপনাকেও ইসলাম ছাড় দেবে না৷ সোজা মাথার মাঝখানে গুলি মারবে, কারণ আমি আপনি, চাড্ডি আর সেকু, দুজনেই ইসলামের কাছে শুধুই কাফের৷ সমান কাফের৷
মরার আগে অবধি, তদ্দিন আপনি কী করবেন, আপনার সিদ্ধান্ত। সচেতন হবেন, সচেতন ভাবে ভোট দেবেন, নিজের কম্যুনিটি গড়বেন, মার খেয়ে পালানোর জায়গা খুঁজে রাখবেন, বিয়ে করে বা না করে কনভার্ট হয়ে যাবেন, অথবা গলায় কোপ না পড়া অবধি "সন্ত্রাসের ধর্ম নেই" আওড়াবেন। আপনার চয়েজ।
কারণ এসবের কোন কিছুতেই ইসলামের কিছু আসে যায় না৷
সন্ত্রাসের ধর্ম আছে এবং তা হল ইসলাম, এইই আসল সত্য৷ আজকের পৃথিবীর সবচেয়ে কঠোর সত্য৷
"সংগৃহীত"
Shekhar Nair
(owner)
Union Home Minister Amit Shah on Friday hit out at Bihar Chief Minister Nitish Kumar, claiming the Janata Dal (United) chief betrayed the BJP to "sit on Lalu Prasad Yadav's lap".
Singha India
Make money online from home?
Real cash withdrawal task app in India 2022
Invitation code:7J6Q5K
You also get bonus of your friends' invitation reward!
Install Earn Cash app now.Finish tasks and make money.
App Link : https://api.luckyearncash.com/l/128/7J6Q5K